নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সোয়া ৭টার দিকে অভিযানটি চালানো হয়।
গ্রেফতার হাসমত (৪৫) রাজধানীর কামরাঙ্গীরচর থানার রসুলপুর (বরফওয়ালা গলি বাড়ি) এলাকার মৃত হাসেম এর ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. গনি মিয়ার নেতৃত্বে ডিবির একটি দল ভৈরব উপজেলার কমলপুর এলাকার নিউটাউন মোড়ে অভিযান চালায়। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ হাসমতকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন