ঢাকাSunday , 5 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ছয় চাল ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
-
January 5, 2025 5:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে চালের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ছয় ব্যবসায়ীকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রিসহ মূল্য কারসাজি রোধে অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজারে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রশিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদেরকে এসব বিষয়ে সতর্কও করা হয়

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির জানান, রমজান মাসে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রবিবার শহরের বড় বাজারের চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন