ঢাকাWednesday , 8 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

প্রতিবেদক
-
January 8, 2025 12:20 am
Link Copied!

নিউজ একুশে ডেস্ক:  কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা মঙ্গলবার বেলা ১২ টায় পুলিশ লাইন্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা চাহিদার কথা ডিআইজির নিকট পেশ করেন। ডিআইজি সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ।

সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পরে পুলিশ কুষ্টিয়া জেলার পুলিশ অফিসারদের সঙ্গে আলোচনায় অংশ নেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক পিপিএম। তিনি কুষ্টিয়া জেলার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অফিসার থানার অফিসার ইনচার্জদের সঙ্গে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।    

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট সৈকত শাহীন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতোয়ার রহমান, সিনিয়র এএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. রাফিউল রহমান, মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।

আপনার মন্তব্য করুন