নিউজ একুশে ডেস্ক: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে গত মঙ্গলবার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. ফারুক হোসেন খাঁন ও কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. রহমত উল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তা, রাজনীতিবিদ, ছাত্র সংগঠন, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
আপনার মন্তব্য করুন