নিউজ একুশে ডেস্ক: ময়মনসিংহে দুদিন মেয়াদী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কোর্স শুরু হয়েছে। ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ঢাকা ও ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এ কোর্সের আয়োজন করা হয়।
বুধবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনগণের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহ ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) রাশিদা বেগম পিপিএম।
রেঞ্জ ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত সেশন (ক্লাস) পরিচালনা করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান উপস্থিত ছিলেন।