ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে চার ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
-
জানুয়ারি ১০, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাত গ্রেফতার লুষ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের (মমিন উল্যাহ চেয়ারম্যান বাড়ি) শাহজাহানের ছেলে শাহিন আলম (২২), চর লরেঞ্চ গ্রামের (মোল্লা বাড়ি) বর্তমানে নানার বাড়ি চর লরেঞ্চ গ্রামের (কালার বাপেগো বাড়ি) আলাউদ্দিন মোল্লার ছেলে জীবন (২১), চর লরেঞ্চ গ্রামের (আরব আলীর বাড়ি) সফিক উল্যাহর ছেলে সোহেল (২৮) ও নরসিংদী জেলার মাধবদী উপজেলার গয়নারগাঁও গ্রামের আনোয়ার হোসেন আনারের ছেলে শাহিন (২৫)।

পুলিশ সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী শাহিনুর বেগমের বসতঘরে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় শাহিনুর বেগম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত কমলনগর থানাকে এফআইআর করার আদেশ দেন। পরে কমলনগর থানা কর্তৃপক্ষ মামলাটি এফআইআর করে এসআই হাফেজ আহাম্মদ খানকে তদন্তের দায়িত্ব দেন।

মামলাটি রুজু হওয়ার গোয়েন্দা নজরদারী তথ্য প্রযুক্তির সহায়তায় রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান পিপিএম ও কমলনগর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চারজনকে গ্রেফতার করে।  তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত মালামালের মধ্যে একটি এনড্রয়েড ফোন, একটি বাটন মোবাইল ফোন দরজা খোলার কাজে ব্যবহৃত একটি স্টীলের স্কেল এবং কাপড়ের তৈরি তিনটি মুখোশ উদ্ধার করা হয়।  

পরে তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি দস্যুতা মামলা রয়েছে

ঘটনায় জড়িত অন্য আসামীদেরকে শনাক্তপূর্বক গ্রেফতারসহ লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

আপনার মন্তব্য করুন