নিউজ একুশে ডেস্ক: রংপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের অধীন আট জেলার ডিসেম্বর/২০২৪ এর অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ শরীফ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট ) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য করুন