নিউজ একুশে ডেস্ক: লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের বিষয় পর্যালোচনা করা হয়। এতে সভাপত্বিত করেন পুলিশ সুপার মো. আকতার হোসেন।
পেশাগত দায়িত্ব পালনকালে বিশেষ অবদান রাখায় তিনজনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) মো. আব্দুল মোন্নাফ, জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন ও জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ এসআই মো. ফয়েজ আহমেদ। তাদেরকে সনদপত্র প্রদান করা হয়।
এছাড়াও সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের পুরস্কৃত করা হয়।
এসময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. রকিবুল হাসান পিপিএম, ডিআইও-১, সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।