ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা উদীচীর দ্বাদশ সম্মেলন উদ্বোধন

প্রতিবেদক
-
জানুয়ারি ১৭, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবোনা কখনোই শত ষড়যন্ত্রে” এ প্রতিপাদ্য স্লোগানে কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ সম্মেলন উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার সকালে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুস সালাম রিপন। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী জেলা সংসদের সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া।

উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে শহরের একরামপুর এলাকার একটি অডিটরিয়ামে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন শুরু হয়।

উদীচী জেলা সংসদের সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আব্দুস সালাম রিপন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সদস্য নাজমুল আজাদ, রুমী প্রভা ও মোস্তাফিজুর রহমান। 

সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা উদীচীর সাবেক সভাপতি এডভোকেট শেখ এ কে এম নূরুন্নবী বাদল, মানবাধিকার নাট্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হারুন আল রশিদ, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ।

সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ। অর্থ রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ দেবব্রত দাস দেবু এবং শোক প্রস্তাব উত্থাপন করেন সাইফউদ্দীন আহমেদ লেনিন। 

সম্মেলনে উদীচীর শিল্পীরা গণ সঙ্গীত পরিবেশন করেন। 

সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিট থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য করুন