নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টানা দুদিন ধরে পানি মিলছেনা। পানি না থাকায় ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
পানির মটর বিকল হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
তিনদিন আগে রোগী নিয়ে হাসপাতালে এসেছেন নিকলী উপজেলার সিংপুর গ্রামের বাসিন্দা আতিকুল ইসলাম। তিনি বলেন, বাথরুমে পানি নেই। ময়লা আর দুর্গন্ধে আশেপাশেও থাকা যাচ্ছে না। রোগী বা সঙ্গের কারো বাথরুমে যেতে হলে নিচতলায় মসজিদের পাম্প থেকে পানি আনতে হচ্ছে। এ অবস্থায় রোগীকে সময় দিবেন নাকি পানি আনতে দৌড়াবেন বুঝে উঠতে পারছেননা তিনি।
রবিবার সকালে হাসপাতালে রোগী নিয়ে এসেছেন সদর উপজেলার নীলগঞ্জের বাসিন্দা জুবেদা খাতুন। তিনি বলেন, অসুস্থ মানুষ সুস্থ হওয়ার জন্য হাসপাতালে আসে, আর এই হাসপাতালের যে পরিবেশ, তাতে একজন সুস্থ মানুষও অসুস্থ হতে সময় লাগবেনা। তিনি আরো জানান, লিফট থাকলেও সেটার ব্যবহার না জানায় বার বার সিড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে তাকে।
কিশোরগঞ্জ সদর উপজেলার কাশোরারচর গ্রামের বাসিন্দা আবদুল কাদির বলেন, একটা মানুষ জরুরী প্রয়োজনে বাথরুমে গিয়ে যখন দেখেন পানি নেই, তখন কোন ধরণের সমস্যায় পড়েন, সেটা তো বুঝতেই পারছেন। এই সমস্যাটা কিছুক্ষণের জন্য হলে হতেই পারে। কিন্তু টানা দুদিন ধরে এই হাসপাতালে পানি নেই, অথচ কর্তৃপক্ষের কোন মাথাব্যথা নেই।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম সমস্যার বিষয়টি স্বীকার করে জানান, ছয়তলায় ১০ ঘোড়ার একটি বড় মটর রয়েছে। ২০২০ সালে লাগানো এই মটরটি প্রায়ই সমস্যা করে। কিন্তু এবার একেবারে বিকল হয়ে যাওয়ায় পানির সমস্যা সৃষ্টি হয়েছে। দ্রুতই সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।