নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন উপলক্ষে গতকাল শুক্রবার জেলা মজলিসে শূরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. মিজানুর রহমান।
সন্ধ্যার পর শূরার ২য় অধিবেশন জেলা মজলিসে শূরার সদস্যদের গোপন ভোটে ৩য় বারের মতো জেলা সভাপতি নির্বাচিত হন শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদ ও ৫ম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। রাত ৮টায় ২০২৫–২০২৬ সাংগঠনিক সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ জেলা নির্বাহী পরিষদ গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন সহ সভাপতি সালাহ উদ্দিন খান, মো. মুজিবুর রহমান, মুফতি শহীদুল্লাহ্ খান, মাওলানা ক্বারি শামসুল ইসলাম রাহমানী, মাওলানা আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, শামীম আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, বায়তুলমাল ও সমাজ কল্যাণ সম্পাদক আহমাদ ফারুক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা অলীউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মাসুদুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. দিলোয়ারা খাতুন, নির্বাহী সদস্য এস এম হাফিজুর রহমান, মাওলানা আবু এহসান, মাওলানা ওয়ালীউল্লাহ্ বশীর, মাওলানা মাহতাব উদ্দিন ও মাওলানা আবদুল জলিল।
সভায় খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন জেলা সভাপতি মাওলানা হিফজুর রহমান খানকে প্রধান করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যারা হলেন প্রিন্সিপাল (অব.) মো. মুজিবুর রহমান, মাওলানা ফরিদ আহমদ সিদ্দিকী, মাওলানা মিজানুর রহমান খান, মাওলানা ছাদেকুর রহমান, অধ্যাপক মাওলানা ওমর ফারুক সাদী, মাওলানা আবদুস সাত্তার, অধ্যক্ষ মাওলানা এ কে এম তাওহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ্ আল মামুন, ভাইস প্রিন্সিপাল (অব.) মাওলানা আতহার আলী, প্রভাষক (অব.) মুফতি ইসরাইল, মো. জালাল সরকার, মো. জালাল উদ্দিন ও হাফেজ জামাল উদ্দিন।