নিউজ একুশে ডেস্ক: চট্টগ্রাম পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর ফেব্রুয়ারি-২০২৫ এর কল্যাণ সভা বুধবার অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আরআরএফ এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএম।
কমান্ড্যান্ট সভায় উপস্থিত সকল অফিসার ও ফোর্স এবং অত্র ইউনিটে কর্মরত সদস্যদের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আরআরএফ এর সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও এস্টেট) মো. আবুল কাশেম চৌধুরীসহ বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সবৃন্দ।
আপনার মন্তব্য করুন