নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি।
শুক্রবার ভোর ৬টায় গুরুদয়াল কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যি দিয়ে ভোরের আলো সাহিত্য আসর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির সূচনা করে।
সাহিত্য আসরের সভাপতি কবি মোতাহের হোসেনের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় শুরু হয় ২য় পর্বের নানা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন সাহিত্য আসরের সভাপতি কবি মোতাহের হোসেন। পরে কবি আজহারুল ইসলাম, সাদিয়া জাহান রেজা এবং কবি, গীতিকার ও বাউল শিল্পী মো. কবির সরকার সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়াও গানে গানে অনুষ্ঠানকে উদ্দীপ্ত করে রাখেন শিল্পী মো. আমীর হামযা, মোতাহের হোসেন, মাজহারুল ইসলাম, মো. হেলাল উদ্দিন আকন্দ ও আকলিমা আক্তার। কবিতার ছন্দে আসরটিকে মাতিয়ে রাখেন আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক কবি হিরন আকন্দ, কবি মো. সাদেকুজ্জামান সোহাগ, কবি মোতাহের হোসেন, ভোরের আলোর নারী অংশের সম্পাদিকা মির্জা মাহবুবা বেগ মৌসুমী প্রমুখ।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্য আসরের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আবুল বাহার। প্রধান আলোচক ছিলেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মো. রুহুল আমিন।
আলোচনা করেন কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মনজুরুল হক, শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও ভোরের আলো সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আবু সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক হেলাল উদ্দিন আকন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের জখমী সুমাইয়া আক্তার ইকরা, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আলিফ আফরিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক হিরা মিয়া ও জাহানারা রেজা।