ঢাকাSaturday , 22 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
February 22, 2025 4:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে পৃথক দুটি অভিযান চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার দুজন হলেন ভৈরব উপজেলার ভবানীপুর এলাকার বাদল মিয়ার ছেলে সাগর মিয়া (৩২) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গণকিরপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে সাকিবুল হাসান রনি (২৪)।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের দলটি রাত ১০টার দিকে ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশী চালিয়ে ১৩১৬ পিস ইয়াবাসহ সাগর মিয়াকে গ্রেফতার করে। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট, নগদ ১৪০০ টাকা ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

অপরদিকে রাত সোয়া ১১টার দিকে ভৈরবের কমলপুরস্থ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে একটি ট্রাভেল ব্যাগে রাখা পাঁচ কেজি গাঁজাসহ সাকিবুল হাসান রনিকে গ্রেফতার করে।

র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, উদ্ধারকৃত ট্যাবলেট গাঁজার আনুমানিক মূল্য লাখ ৪৪ হাজার ৮০০ টাকা

এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে আসামী দুজনকে আলামতসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য করুন