ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে ইটনা উপজেলা প্রশাসন।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। এ সময় ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহবারউদ্দীন ঠাকুর খসরু, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসলামউদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, নারী ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামালউদ্দীন। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এর আগে সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠন।