বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কিশোরগঞ্জের বাজিতপুরে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে।
রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা, চেক প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আফজাল হোসেন। সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী পালিত হচ্ছে নানা কর্মসূচি।