ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
-
আগস্ট ১৫, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম হালিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ পরে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি সাত অসহায় পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী, ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার, এবতেদায়ি শিক্ষক, ইমাম মাদ্রাসার শিক্ষকদেরকে ত্রাণ সমাগ্রী প্রদান করেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ মুকসুদ।

আপনার মন্তব্য করুন