ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

১০ বছর ধরে কৃষকের জমির সবজি গাছ উপড়ে ফেলছে দুর্বৃত্তরা

প্রতিবেদক
-
মার্চ ১০, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাইফউদ্দীন আহমেদ লেনিন: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামের কৃষক আল কারী চার কাঠা জমি পত্তন নিয়ে এবার চিচিঙ্গা চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। প্রথম ধাপে দুদিনে / হাজার টাকার চিচিঙ্গা বিক্রিও করেছেন। কিন্তু গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার জমির সবগুলো চিচিঙ্গা গাছ উপড়ে ফেলে রাখে। একই গ্রামের কৃষক হীরা মিয়ারও তিন কাঠা জমির চিচিঙ্গা গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। প্রায় ১০ বছর ধরে গ্রামে কোনো না কোনো কৃষকের জমির সবজি এভাবে নষ্ট করছে দুর্বৃত্তরা। কিন্তু কাউকে শনাক্ত করা যাচ্ছেনা।

কার্তিক মাস থেকে জমি চাষ করে এখন পর্যন্ত জমি পরিচর্যা করে আসছিলেন তারা। চিচিঙ্গার ফলনও ভালো হয়েছে। দুদিন ধরে বিক্রি করে আসছিলেন। কিন্তু গত শুক্রবার কে বা কারা জমির সবগুলো চিচিঙ্গা গাছ উপড়ে ফেলে।

কৃষক আল কারী জানান, চার থেকে পাঁচ লাখ টাকা যে চিচিঙ্গা বিক্রি হতো, সেখানে ন্য হাতে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।

একইদিন রাতে কৃষক হীরা মিয়ার তিন কাঠা জমির চিচিঙ্গাও একই কায়দায় নষ্ট করে দুর্বৃত্তরা। এত যত্নে গড়ে তোলা সবজির বাগান এভাবে নষ্ট করায় কৃষক হাউমাউ করে কেঁদে ফেলেন।

কৃষক আল কারী হীরা মিয়া বলেন, কখনো কারো ক্ষতি করিনি। অথচ আমাদের জীবন জীবিকার ওপর এমন আঘাত করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক মুফতি আলমগীর হোসাইন তালুকদার ঘটনার খবর পেয়ে সরেজমিন এলাকা পরিদর্শন করে বলেন, কারো সঙ্গে শত্রুতা থাকলে এমনভাবে কেউ প্রতিশোধ নেয়, সেটা দুঃখজনক। তিনি অবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকারের প্রতি দাবি জানান।

ইসলামী আন্দোলন সুতারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল ইসলাম বলেন, কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ওপর নির্ভরশীল। দুর্বৃত্তরা তাদের ফসল নষ্ট করায় তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটা কাটিয়ে উঠা তাদের জন্য কঠিন। এক্ষেত্রে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার দাবি জানান।

অভিযোগ পাওয়ার পর করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মুর্শেদ সোমবার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অপরাধীদের শনাক্ত করে দ্রæ আইনের আওতায় আনার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, গত ১০ বছরের মধ্যে পাঁচবারই রাতের আঁধারে এলাকার কোনো না কোনো কৃষকের জমির সবজি এভাবে নষ্ট করেছে দুর্বৃত্তরা। কিন্তু কাউকে শনাক্ত করতে পারেনি তারা। এর আগে কৃষক কাজল মিয়া, হাসিম উদ্দিন, খুরশিদ মিয়া, নূরুল ইসলাম মুন্সীসহ অনেকের জমির সবজি গাছ উপড়ে ফেলে নষ্ট করে দুর্বৃত্তরা।

আপনার মন্তব্য করুন