হোসেনপুর ( কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার আরঙ্গজেব চৌধুরী।
এ সময় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন, হোসেনপুর শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান, পুমদী শাখার ব্যবস্থাপক শামীম মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন