কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে নূরু মিয়া (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কটিয়াদী পৌর এলাকার কামারকোণা মহল্লায়। তিনি মৃত বেলায়েত হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামারকোণা মহল্লায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নূরু মিয়া সম্প্রতি নিজের জমিতে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। একই এলাকায় বসবাসরত তার ভাগ্নি নূরুন্নাহার ওয়ারিশ হিসেবে দুই শতাংশ জমি দাবি করেন। এ নিয়ে কয়েকবার শালিস দরবার হয়। কিন্তু কোন সমাধান হয়নি।
রবিবার দুপুরে কটিয়াদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেলের নেতৃত্বে ২৫/৩০জনের একটি দল নূরুন্নাহারের পক্ষ হয়ে বিজিবি সদস্য নূরু মিয়ার নির্মাণ কাজে বাধা প্রদান করেন বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নূরু মিয়ার ওপর হামলা করা হয় বলে নূরু মিয়ার মেয়ে সামছুন্নাহার ও ফাহমিদা অভিযোগ করেন। গুরুতর আহত নূরু মিয়াকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, নূরু মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। স্ট্রোকে আক্রান্ত হয়ে নূরু মিয়ার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক তাকে জানিয়েছেন। তারপরও ময়না তদন্তে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে বলে তিনি জানান।