কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ফিলিস্তিনে দখলদার ইজরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার জুমার নামাজ শেষে দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে কটিয়াদী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এনায়েত উল্লাহ, আব্দুল্লাহ আল রোমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন কটিয়াদী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা শামীম আহমেদ হাবিবী, মাওলানা তাফাজ্জল হক রাশিদী, পৌর খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি শফিকুল ইসলাম, কটিয়াদী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা জুনায়েদ আহমেদ, মাওলানা কাওসার হোসেন, ব্যবসায়ী মো. সোহেল রানা প্রমুখ।
বক্তাগণ ফিলিস্তিনের শিশু, নারী ও নিরস্ত্র জনগণের ওপর বর্বর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানান। অবিলম্বে হামলা বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সংহতি জানিয়ে আরো অংশগ্রহণ করে বীরনোয়াকান্দি এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার তৌহিদী জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।