নিজস্ব প্রতিবেদক: ভিজিএফের চাল চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক আবু হানিফ।
শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণঅধিকার পরিষদ কর্শা কড়িয়াইল ও দানাপাটুলি ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদেরকে ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়ার কথা থাকলেও কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে দেওয়া হচ্ছে ৭–৮ কেজি করে। এসব চাল চুরির সঙ্গে জড়িত চেয়ারম্যান–মেম্বারদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম, খুন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের ওপর দমন–পীড়ন চালিয়েছে। যার ফলে জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষ রাজপথে নেমেছিল। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে এই দেশের জনগণ ৫ আগস্ট নিষিদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে এই দেশের মানুষ রাজনীতি করতে দেবে না।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৭ মাস পেরিয়ে গেছে। এখনও জুলাই গণহত্যার বিচার করতে পারে নাই। বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামবো। আমরা বেঁচে থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। গণহত্যায় জড়িত থাকা আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। অফিসিয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির রাজনীতি করতে চায়। আমরা সমাজে কেন বিভেদ চাইনা। সমাজের সকল মতের মানুষকে নিয়ে একসঙ্গে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কর্শাকড়িয়াইল ইউনিয়ন শাখার আহ্বায়ক মোহাম্মদ সেলিম। সঞ্চালনা করনে সদর উপজেলা শাখার সদস্য সচিব মোস্তফা আল মামুন।
আরো বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার আহ্বায়ক মোমিন উদ্দিন জনি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, দানাপাটুলী ইউনিয়নের নেতা আনিসুর রহমান আরমান, আকরাম হোসাইন, শফিকুল ইসলাম, দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও দানাপাটুলী ইউনিয়নের মেম্বার মনির হোসেন।