ঢাকাMonday , 16 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
-
August 16, 2021 12:33 am
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইনে গণভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১০ টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমীর কুমার বৈষ্ণবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা যুবলীগের আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহীম মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কায়সার আহাম্মেদ পাভেল, মোশারফ হোসেন ডালিম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিএম সোহান, সাধারণ সম্পাদক হাসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক রফিক আহাম্মেদ পল্লব, হাসিবুর রহমান প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক মিঠামইনের কর্মসূচি শেষ করে ইটনা উপজেলায় দারুস সুন্নাহ দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন