নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে কোভিড-১৯ পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর ৩০ জন সদস্যের মাঝে ঋণ বিতরণ করেন। গাভি কেনার জন্য মাসিক ৪ শতাংশ হারে ১৮ মাসের কিস্তিতে ১ লক্ষ টাকা করে এ ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিকলী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হয়।
আপনার মন্তব্য করুন