অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: রক্তদাতা ও ব্লাড ব্যাংকের সাথে জড়িত থেকে যারা মানুষের জন্য কাজ করছেন, তারা মাদক থেকে দূরে থাকবেন। কারণ মাদকাসক্ত ব্যক্তির রক্ত কাজে লাগেনা। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সোমবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি আরও বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এরজন্য রক্তের গ্রুপ নির্ণয় জরুরী। এ কাজের সাথে জড়িতদেরকে তিনি ধন্যবাদ জানান এবং মানুষের প্রয়োজনে রক্ত দিতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দরী বাচ্চু, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা হক রত্না, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ দাস, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাছেদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাকির আশরাফী। অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অষ্টগ্রাম ব্লাড ব্যাংক এ ক্যাম্পেইনের আয়োজন করে।