ঢাকামঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণার কৃষক মতিউর হত্যা মামলার প্রধান আসামী ওয়াসিম গ্রেফতার

প্রতিবেদক
-
আগস্ট ১৭, ২০২১ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: নেত্রকোণার চাঞ্চল্যকর কৃষক মতিউর রহমান (৪৫) হত্যা মামলার প্রধান আসামী ওয়াসিম মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। মঙ্গলবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই বিকালে নেত্রকোণা জেলা সদরের সাতপাটি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক মতিউর রহমানকে একই এলাকার প্রতিপক্ষ ওসমান ফকিরের ছেলে ওয়াসিম মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় প্রচারের ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নেত্রকোণা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হলে আসামীদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোরে ঢাকার লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ওয়াসিম এ খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এজাহারভূক্ত পলাতক অন্য আসামীদের গ্রেফতারে  র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

গ্রেফতারের পর আসামী ওয়াসিমকে নেত্রকোণা সদর থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য, এ হত্যা মামলার এজাহারভূক্ত ৪নং আসামীকেও ইতোপূর্বে র‌্যাব গ্রেফতার করে।

আপনার মন্তব্য করুন