করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে মান্নান (৪০) নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পূর্ব জাফরাবাদ গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। ময়মনসিংহের ভালুকা এলাকার টাকা আত্মসাত সংক্রান্ত একটি মামলার তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত বলে পুলিশ জানায়।
গত রবিবার রাতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে করিমগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন