ঢাকাTuesday , 17 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ট্রেনের ২৪টি আসনের টিকিটসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
-
August 17, 2021 4:52 pm
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোডের ফলপট্টি বিলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

র‌্যাব জানায়, একটি কালোবাজারিচক্র ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছে। তারা যাত্রী সাধারণের কাছে বেশি দামে এসব টিকিট বিক্রি করে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করে র‌্যাব। তার কাছ থেকে কিশোরগঞ্জ টু ঢাকা এবং কিশোরগঞ্জ টু চট্টগ্রামগামী ট্রেনের ২৪ টি আসনের অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানিয়েছেন।

আপনার মন্তব্য করুন