ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: নেতাকর্মীদের অনুদানের টাকায় নির্মিত হচ্ছে কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়। মঙ্গলবার দুপুরে ইটনা সদর বাজারে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির সহধর্মিনী নারীনেত্রী সুপ্রীম কোর্টের আইনজীবী শামসুন্নাহার নেলী, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহবার উদ্দীন ঠাকুর খসরু, সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ রায়, দপ্তর সম্পাদক আরশাদ উদ্দীন ভূইয়াসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ইটনা উপজেলা ছাত্র লীগ নেতা রাকিবুল হাসান রোকেল বলেন, হাওরের মাটি ও মানুষের নেতা রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির সফল নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় সকলেই ঐক্যবদ্ধ। তার প্রতি বিশ্বাস রেখেই দলের সকল শ্রেণির নেতাকর্মী ও সমর্থকরা সামর্থ অনুযায়ী টাকা দিয়ে দলীয় কার্যালয়টি নির্মাণে ভূমিকা রাখছেন।
সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, পুরো ভবনটি নির্মিত হচ্ছে দলীয় নেতাকর্মীদের অনুদানের টাকায়। উপজেলা সদর থেকে একেবারে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এ টাকার যোগান দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, নেতাকর্মী ও সমর্থকদের অনুদানের টাকায় দলীয় কার্যালয় নির্মাণের ঘটনা দেশের আর কোথাও আছে বলে আমার জানা নেই। তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে দলের প্রাণ। সেটা আবারও তারা প্রমাণ করেছেন। এজন্যে তিনি তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবনটি নির্মিত হলে এটিই হবে ইটনার সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন। ভবনটি সবার নজর কাড়বে বলে তিনি মনে করেন।
চার শতাংশ জমির ওপর তিনতলা বিশিষ্ট ভবনটি নির্মাণে এক কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।