নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়ার পিতা আব্দুস সোবহান চাম্পা মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা পৌনে ১২ টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
বুধবার মাগরিবের নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে চর শোলাকিয়া বাগে জান্নাত গোরস্তানে দাফন করা হবে।
উল্লেখ্য, আব্দুস সোবহান চাম্পা মিয়া কিশোরগঞ্জ পৌরসভার প্রাক্তন কমিশনার ছিলেন।
শোক
মেয়র পারভেজ মিয়ার পিতা আব্দুস সোবহান চাম্পা মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও আব্দুস সোবহান চাম্পা মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমরান আলী ভূইয়া ও কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির।