পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
মির্জাপুর আলীম মাদ্রাসার মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী, পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর, নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক ভিপি হেলাল উদ্দিন, হাজী জাফর আলী কলেজের সহকারি অধ্যাপক আতাউর রহমান সোহেল, প্রভাষক মাহমুদুল হুদা সোহেল, সাংবাদিক মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, জাহাঙ্গির আলম মোনায়েম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সদস্য রায়হান উদ্দিন আকন্দ। আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।