হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার পশ্চিম ধূলজুরী গ্রামের হোসাইনী মোকাম এলাকায় আশুরা উপলক্ষে ১০ দিন ব্যাপী জারী, মাতম ও তাজিয়া মিছিলের প্রস্তুতি নিয়েছিলেন ভক্তরা।
এ উপলক্ষে মেলা ও বিভিন্ন দোকান পাট বসানোরও আয়োজন ছিল। কিন্তু এবার এমনটি হচ্ছেনা। করোনার কারণে এবার সব ধরণের গণজমায়েতসহ এসব আয়োজনে সরকারি নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হোসেনপুর থানা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ, গণসচেতনতা সৃষ্টি ও সরকারি নিষেধাজ্ঞার কারণে গণজমায়েত, দোকান পাট বসানো ও তাজিয়া মিছিল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আশুরা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন ফকির জানান, পুলিশ প্রশাসন অনুষ্ঠানস্থলে এসে গণজমায়েত, দোকানপাট বসানো ও তাজিয়া মিছিল বন্ধ করে দিয়েছে। আমরা ভক্তরা ঘরোয়া পরিবেশে সীমিত আকারে অনুষ্ঠান করবো।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।