হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ব্র্যাকের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর হাতে মাস্ক তুলে দেন ব্র্যাকের কর্মকর্তারা।
এ সময় ব্র্যাকের হোসেনপুর এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মনিরুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. সাইফুল ইসলাম, হোসেনপুর শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার পোদ্দারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক হোসেনপুর শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার পোদ্দার জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক সুরক্ষা প্রদান করে। প্রশাসনের মাধ্যমে এই মাস্কগুলো সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হবে।
আপনার মন্তব্য করুন