নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতায় পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক বৌলাই পীর সাহেব বাড়ির মাজার ও দরবার শরীফ প্রাঙ্গণে দশ দিনব্যাপী আয়োজন করা হয় কোরআন খানি, মিলাদ, মুর্ছিয়া জারিসহ বিভিন্ন অনুষ্ঠানের।
শুক্রবার দশই মহররম আশুরার মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে কারবালায় নির্মমভাবে শহীদ নবী (সাঃ) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.), নবী পরিবার ও সাহাবাদের স্মরণে আলোচনা করা হয়। সত্য ও হকের পথ চিহ্নিত করার মানদণ্ড কারাবালা প্রান্তের এই নির্মম হত্যাযজ্ঞের কাহিনী নিয়ে রচিত মুর্ছিয়া জারী পরিবেশন করা হয়। জারী পরিবেশন করে কিশোরগঞ্জ তথা বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘শানে পাঞ্জাতন মহররম জারী দল’।
জারী শেষে মিলাদ, দোয়া ও তবারকের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। মোনাজাত করেন জারীদল প্রতিষ্ঠাকারী সৈয়দ আব্দুল আউয়াল হোসাইনী চিশতী (চাঁনমিয়া) এর ছোটোভাই বর্তমান গদিনশিন পীর সৈয়দ নূরুল আউয়াল (তারামিয়া)।