নিজস্ব প্রতিবেদক: শোকের মাস উপলক্ষে কিশোরগঞ্জে ২০০ দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
শনিবার বিকালে সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।
বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক দীপক দাস, যুব লীগ নেতা আবু তালেব আকন্দ, জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে শিবলী, জেলা স্বেচ্ছসেবক লীগ নেতা সোহাগ ভূইয়া, বৌলাই ইউনিয়ন যুব লীগের সভাপতি খালেকুজ্জামান সুলতান, সাবেক ছাত্র লীগ নেতা কাজী আবেদীন সোলায়মান প্রমুখ।
অনুষ্ঠানে ২০০ দুস্থদের প্রত্যেককে ছয় কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ ও এক কেজি তেল দেওয়া হয়।