বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ২১ আগস্ট বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারী মহিলা আওয়ামী লীগের সভনেত্রী আইভি রহমানসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জের বাজিতপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন।
মাহফিলে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন