অনলাইন নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ১৫৫ বোতল ফেনসিডিলসহ (স্কাফ) তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। রবিবার বেলা সোয়া ১২টার দিকে অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ডা. ফরিদুল হুদা রোডের কুমারশীল মোড়স্থ আল-শিফা ফার্মেসীর সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন নরসিংদী জেলার মাধবদী উপজেলার নোরালাপুর বলবদ্দি গ্রামের দুদু মিয়ার ছেলে কালু মিয়া (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেরার আজমপুর গ্রামের করিম মিয়ার ছেলে উসমান (২৬) ও একই এলাকার জুয়েলের ছেলে জয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।