নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব পাটধা গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে। রবিবার বিকালে কামরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বিকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোবারক আলী জানান, অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ এবং একটি ঘর আংশিক পুড়ে গেছে। ঘরে রাখা ফ্রিজ, পাটসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।
প্রাথমিক অনুসন্ধানে পাঁচ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
আপনার মন্তব্য করুন