হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আছিয়া খাতুন জীবিত থেকেও ভোটার তালিকায় এখন মৃত। বয়স্ক ভাতার আবেদন করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গড়মাছুয়া নামাপাড়া গ্রামের।
বয়স্ক ভাতার আবেদন করার জন্য আছিয়া খাতুন সম্প্রতি স্থানীয় একটি কম্পিউটারের দোকানে যান। জাতীয় পরিচয়পত্র নিয়ে সমাজসেবা অধিদপ্তরের অনলাইলে আবেদনের চেষ্টা করেন। কিন্তু বার বার চেষ্টা করেও দেখা যায় অনলাইনে আবেদন নিচ্ছেনা। পরে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন তিনি ভোটার তালিকায় মৃত। আছিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ উল্লেখ রয়েছে ০৮ জুলাই, ১৯৪৮। (এনআইডি নং–৪৮১২৭৮১৩৯১০৯৯) স্বামী মৃত হাফিজ উদ্দিন, স্থায়ী ঠিকানা গ্রাম গড়মাছুয়া, (নামাপাড়া), ডাকঘর মেছেরা–২৩২০, হোসেনপুর, কিশোরগঞ্জ। হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মো. সোহাগ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আছিয়া খাতুন আক্ষেপ করে বলেন, আমার বয়স ৭৩ বছর হলেও নির্বাচন অফিসের ভুলের কারণে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তার ছেলে আব্দুস সালাম বলেন, আমার মা বেঁচে থাকা সত্বেও নির্বাচন অফিস কী করে মৃত দেখালো সেটাই আশ্চর্যের বিষয়।
অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শিহাব উদ্দিন জানান, ভুক্তভোগী নারী ভোটার তালিকায় নতুন করে নাম অন্তর্ভূক্তির জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিচয়পত্র ও এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করলে ব্যবস্থা নেয়া হবে।