অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরবে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ খাইরুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাকোয়া গ্রামের হাবিল মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ভৈরবের শম্ভুপুর রেলগেইট সংলগ্ন ভৈরব-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহগামী লেনের ওপর অভিযান চালায় র্যাব। এ সময় একটি পিকআপে করে গাঁজা নিয়ে যাবার সময় খাইরুলকে গ্রেফতার করা হয়। পরে পিকআপ থেকে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২টি ড্রাম জব্দ করে র্যাব।
র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার খাইরুল দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।