ঢাকাTuesday , 24 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতি আমির হোসেন আর নেই

প্রতিবেদক
-
August 24, 2021 10:49 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।

তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর ২টায় হাইকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ নিজ গ্রাম নিকলী উপজেলার মির্জাপুর গ্রামে আনা হবে। মাগরিবের নামাজের পর নিকলী ঈদগাহে দ্বিতীয় জানাজা এবং মির্জাপুর মাদ্রাসা প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মির্জাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

বিচারপতি আমির হোসেন সুপ্রীম কোর্টের বিচারপতি এবং পরে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ছিলেন।

শোক

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. এম রুহুল কুদ্দুস ভূইয়া (জনি) ও কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য করুন