করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো. আব্দুল গণি (গণি মাস্টার) সোমবার রাত ৩টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছির ৭২ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে দেওয়ান মো. তাজুল ইসলাম মুক্তা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এবং ছোট ছেলে দেওয়ান মো. নুরুল ইসলাম ঝিনুক সাভার ইপিজেডের কেমিক্যাল প্রকৌশলী। তিনি করিমগঞ্জের জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিনের শ্বশুর।
মঙ্গলবার জোহরের নামাজের পর তার প্রতিষ্ঠিত হাজী ওমর আলী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে কিরাটন মাইজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।