হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ১৪ জন অসহায় ও জটিল রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন সুবিধাভোগীরা। ১৪ জনকে চার লাখ ৯০ হাজার টাকার চেক দেওয়া হয়।
এ সময় আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম হিমেল, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মণ।
আপনার মন্তব্য করুন