কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “বিশ্বজুড়ে রক্তপাতের গভীর ক্ষত, আমরা নিলাম রক্তদানের মহান ব্রত” এ শ্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমিতির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে রক্তদাতা উৎসব অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ নূরে আলম, সন্ধানীর প্রতিষ্ঠাতা সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদাৎ হোসেন, কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মদ ও চলচ্চিত্রকর্মী জিসান আজাদ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সোহরাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জাফর, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রেনু, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা শরীফ আহমেদ, ডা. মাহমুদুল হাসান মুন্না, হিমেল রায়, সঞ্জয় রায় তপু, আমান উল্লাহ, মাহবুবুর রহমান, হাসান তারেক বাপ্পী, আরিফুল হক সোহাগ, সাকিবুল হাসান সোহাগ, সাব্বির আহমেদ, রিগান ভূঞা, আশরাফিজুর রহমান হৃদয়, আজিজুর রহমান, মৌসুমা রাহা, সালেহ মারুয়া, ফুয়াদ হাসান আদর, সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, প্রশান্ত বিশ্বাস, সুমিত দাস জয়, বিক্রম বাস্পুর, আব্রারুল হক তাকী, রুবাইয়াৎ তাজবীন মীম, অনিক মোদক, রাহুল রায়, সিলভিয়া তমা, হাসিবুর রশিদ রাফি, নোভেল আহমেদ ইমন, নাসির উদ্দিন, আশরাফুল আলম ফাহিম, সাগর আহমেদ, কাওসার রানা, হাসিবুল রাস্কি, সজিব হাসান, স্নেহা সাহা নিকিতা, দেওয়ান তারেক, রিয়াজুল ইসলাম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী উৎসবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে অক্সিজেন সেবা উদ্বোধন, প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার, দুস্থ নারীকে সেলাই মেশিন ও সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান, অফিসিয়াল অ্যাপ চালুকরণ, রক্তদাতাদের উপহার প্রদান ও সমিতির কার্যক্রম ভিত্তিক ছবি প্রদর্শনী করা হয়।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি প্রিন্টার প্রদান করেন জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জাফর।
বৃক্ষ রোপণের মধ্য দিয়ে উৎসব শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শেষ হয়।