অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থেকে ১৮৬ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বাঞ্ছারামপুর উপজেলার বড়বাড়ি মোড়েরি একটি সেলুনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় র্যাব। এ সময় ১৮৬ ক্যান বিয়ারসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন বাঞ্ছারামপুর উপজেলার কালাই নগর (পূর্বপাড়া) গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মহসিন মিয়া (৩৯) ও একই উপজেলার জগন্নাথপুর এলাকার কামরুলের ছেলে কালাম মিয়া ওরফে সবুজ (২৩)।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।