হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনগণের সহায়তায় সুরাটি বাজার এলাকা থেকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেয়েটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিকল পরিহিত মেয়েটি সুরাটি বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরাফেরা করছিল। স্থানীয় জনগণ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. এহছানুল হক জানান, মেয়েটিকে উদ্ধারের পর নিয়ম অনুযায়ী হোসেনপুর থানায় এ সংক্রান্ত একটি জিডি (নং-১০২৬, তারিখ: ২৬/০৮/২০২১) করা হয়। পরে নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০২১ অনুযায়ী তাকে গাজীপুর কাশিমপুর আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। তিনি আরও জানান, মেয়েটির সাথে কথাবার্তা বলে তার নাম শাবনুর বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত কিশোরীকে ভবঘুরে ঘোষণা করে সরকারি আশ্রয় কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়েছে।