হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (এসি ল্যান্ড) মো. আবুবকর সরকারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহম্পতিবার দুপুরে বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা ভূমি অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্ভেয়ার মো. আব্দুল কাদির মিয়া, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শামছুল ইসলাম নয়ন, প্রধান সহকারী মো. জসিম উদ্দিন, ইউএনও অফিসের নাজির রাফিউল হক সুমন, ভূমি অফিসের নাজির কামরুল হাসান রুবেল, অফিস সহকারী সাইয়্যেদা সুলতানা প্রমুখ।
উল্লেখ্য, মো. আবুবকর সরকার হোসেনপুর থেকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী হয়েছেন।
আপনার মন্তব্য করুন