নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ.ন.ম নৌশাদ খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে যেমন লালন করতে হবে, তেমনি তার আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলে তারা বিপথগামী হবেনা।
তিনি শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
ডা. নৌশাদ খান আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। শুধু বক্তৃতা, বিবৃতি আর মিছিল সমাবেশ করে তার স্বপ্ন বাস্তবায়ন করা যাবেনা। তার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তার আদর্শকে ধারণ করতে হবে, তার আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আরজ আলী, জেলা বিএমএর সভাপতি ডা. মাহবুব ইকবাল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. দীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বদরুল হুদা সোহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাশেম ও সহ সভাপতি এডভোকেট বজলে কাদের মুকুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মাহফুজা আরা পলক।
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা বঙ্গবন্ধু পরিষদ চক্ষু ক্যাম্পেরও আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা ও ৩০ জনকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার তাদের অস্ত্রোপচার করা হবে বলে আয়োজকরা জানান।