অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের করিমগঞ্জে গাঁজাসহ নিজাম মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। গ্রেফতার নিমাজ ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের তুকচানপুর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১২টার দিকে করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় নিজামকে ছয় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নিজাম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে করিমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন