বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে আজমল মিয়া (৩০) নামে তিন সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দিঘীরপাড় ইউনিয়নের চেংগাহাটি গ্রামের মৃত জমির আলীর ছেলে। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তির পুকুর পাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আজমল মিয়া শোভারামপুর গ্রামের তিন ব্যক্তির কাছ থেকে সুদে ৫০ হাজার টাকা ঋণ নেন। এরমধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেছেন তিনি। বাকি টাকার আদায়ের জন্য তারা আজমলকে বিভিন্নভাবে চাপ দিয়ে যাচ্ছিলেন। আজমলের স্ত্রী আজিমা খাতুন জানান, শোভারামপুর গ্রামের সুদের ব্যবসায়ী আনোয়ার মিয়া, হুমায়ুন মিয়া ও সাকিম মিয়ার কাছ থেকে এক বছর আগে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ১০ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু বাকি টাকার জন্য ৪/৫ দিন আগে আজমলকে মেরে ফেলার হুমকি দেন তারা। তারাই আজমলকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে। অভিযোগ ও ময়না তদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছেন।